কচুরগুল উচ্চ বিদ্যালয়
শিলুয়াবাজার, জুড়ী, মৌলভীবাজার।
EIIN: 129652
MPO Index: 1307131201
প্রতিষ্টাকাল: ০১.০১.১৯৯৭ খ্রি.
কচুরগুল উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ০৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের পূর্ব-দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী ৪নং ওয়ার্ডের কচুরগুল গ্রামে চা বাগান বেষ্ঠিত পাহাড়ি ও মফস্বল অঞ্চলে অবস্থিত। উপজেলা প্রশাসনিক সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে প্রতিষ্ঠানটির অবস্থান। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম।
বিদ্যালয়ের মোট ভূমির পরিমান ১৪০ শতাংশ (অখন্ড)। এর মধ্যে ৬৮.৫০ শতাংশ ভূমিদাতা প্রতিষ্ঠাতা মন্ডলীর সদস্য জনাব মোঃ বশারত আলী, বাকি ৭১.৫০ শতাংশ ভূমি বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত (বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী)। এলাকার জনসাধারনের সার্বিক প্রচেষ্ঠায় ০১/০১/১৯৯৭ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক, বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক হিসাবে প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০২ খ্রিস্টাব্দে, স্বীকৃতি ০১/০১/২০০৫ খ্রিস্টাব্দে., নবম শ্রেণি খোলার প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০৬ খ্রিস্টাব্দে, দশম শ্রেণি খোলার প্রাথমিক অনুমতিঃ ০১/০১/২০০৭ খ্রিস্টাব্দে ও একাডেমীক স্বীকৃতি ০১/০১/২০০৯ খ্রিস্টাব্দ লাভ করে এবং বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক পর্যায়ে ৩১/০৫/২০১০ খ্রিস্টাব্দে ও মাধ্যমিক পর্যায়ে ২৩/১০/২০১৯ খ্রিস্টাব্দে এমপিও ভূক্তি হয়।
২০০৮ সাল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অদ্যবধি ধারাবাহিক ভাবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম।
কচুরগুল উচ্চ বিদ্যালয়
শিলুয়াবাজার, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1718-684796
ই-মেইল: kghs2430@gmail.com
ওয়েব: www.kachurgulhs.edu.bd