আবশ্যক- কচুরগুল উচ্চ বিদ্যালয়, ইআইআইএন নম্বর:১২৯৬৫২,.ডাকঘর: শিলুয়াবাজার, উপজেলা: জুড়ী, জেলা: মৌলভীবাজারের জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ ও এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এমপিও ভুক্ত শূন্য পদে ০১ (এক) জন অফিস সহায়ক আবশ্যক। বেতন কোড-২০, বেতন স্কেল-৮২৫০/- টাকা, শিক্ষাগত যোগ্যতা- জে.এস.সি/সমমান, শিক্ষাগত যোগ্যতার মুল সনদ, নাগরিক সনদ,এনআইডি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং একাধিক প্রতিষ্ঠানে চাকুরী করে থাকলে প্রত্যেক প্রতিষ্ঠানের ১ম ও শেষ এমপিও’র সত্যায়িত কপি, হলফনামা এবং জনতা ব্যাংক জুড়ী শাখার অনুকূলে ৫০০/- (পাঁচ শত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য)সহ যাবতীয় কাগজপত্র আবেদনপত্রে সংযুক্ত করে আগামী০৬/০৩/২০২৪ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকার মধে ডাকযোগে/সরাসরি প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌঁছাতে হবে।
উল্লেখ্য যে, ২১/০২/২০২৪ খ্রি. তারিখ দৈনিক যায়যায় দিন ও দৈনিক একাত্তরের কথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রধান শিক্ষক
কচুরগুল উচ্চ বিদ্যালয়,
কচুরগুল উচ্চ বিদ্যালয়
শিলুয়াবাজার, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1718-684796
ই-মেইল: kghs2430@gmail.com
ওয়েব: www.kachurgulhs.edu.bd